হৃদয়ে জামি‘আ

Sun, 10 April, 2022 6:04 PM

মৌন রত্নে গাঁথিয়াছি তোমারে, করিয়াছ মনুষ্য স্নেহেরও উদরে।। থাকিবে স্মৃতিতে হৃদয় ও নয়নে, দিয়েছ শিক্ষা সমস্ত সৃজনে।। রত্ন আকরে রাখিও আমারে, রহিয়াছে যা তোমারও হৃদয়ে।। পরিণত তুমি পুষ্প উদ্যানে, আহরণ করিয়াছে অসংখ্য জনে।। বক্ষ তোমার নক্ষত্র বেষ্টনে, রহিয়াছে চন্দ্র তোমারও উঠানে।। রাখিয়াছি তোমারে হৃদয় গহীনে, জামি‘আ তুমি বাঁচিবে স্মরণে।। মোঃ সুলাইমান ছাত্র : সানাবিয়া উলইয়া (১৪৪২-৪৩ হিজরি শিক্ষাবর্ষ)

সবার সেরা মানব

Thu, 24 March, 2022 7:42 PM

মোঃ আব্দুল আহাদ সিদ্দিকী (সানাবিয়া উলিয়া) কে ছিলেন সেই মহামানব? কী ছিল তার গুণ? ছোট-বড় সবাই তোরা মন দিয়ে তা শুন। বালক হতেই চিনত তারে, বলত লোকে কথা, সবার সাথে মিশতেন তিনি, পেত না কেউ ব্যথা। যুবক ছিলেন অনন্য, ছিলেন জাতির মাথা, দেখেই তাকে বলত লোকে, ইনি বিশ্বনেতা। কত বাধা বিপদ যে এসেছিল তাঁর সবকিছুকে হার মানিয়েছে তাঁর ধৈর্যের পাহাড়। পাপের ধোঁয়া যাদের মাঝে, আঁধার হয়ে ছিল, তাদের তরে আনলেন তিনি মহামুক্তির আলো। জগতবাসী খুঁজে পেল, হেদায়েতের পথ, তিনি হলেন বিশ্বনবী, নাম যে তাঁর মুহাম্মাদ সা.।