রহমানিয়া তামাদ্দুন মজলিস পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
রহমানিয়া তামাদ্দুন মজলিস জামি‘আ রহমানিয়া রাজশাহীর একটি শাখা। এটি মূলত অত্র জামি‘আর সাংস্কৃতিক বিভাগ। বিশুদ্ধ সংস্কৃতির চর্চা ও মৌলিকভাবে দুটি মহৎ ও বৃহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এটি প্রতিষ্ঠিত হয়। (ক) বিশুদ্ধ মাতৃভাষা চর্চা ও সাবলীল বক্তব্য ভাষা ও বক্তব্য আল্লাহ তাআলার এক অপূর্ব নেয়ামত। বিশুদ্ধ ভাষা ও সাবলীল বক্তব্যের মাধ্যমে একটি জাতির মাঝে বিপ্লব সৃষ্টি করা সম্ভব। ভাষা ও বক্তব্যে যারা যত বেশি পারদর্শী, জাতির মাঝে তারা ততো বেশি সমাদৃত ও গ্রহণযোগ্য। একটি মিথ্যা কথাও যদি সাবলীল ভাষায় সাজিয়ে গুছিয়ে বলা যায়, দেখা যায় মানুষ সে কথাকেই বেশি গ্রহণ করে। পক্ষান্তরে যারা শুদ্ধ ভাষায় সাবলীলভাবে বক্তব্য প্রদান করতে পারে না,
আরও পড়ুন