আমার ভাবনা
Wed, 23 March, 2022 7:28 PM
মোঃ আমির হোসাইন (সানাবিয়া আম্মাহ ১ম বর্ষ) আমার মন নীরবে ভাবল। কোন জিনিসটি অধিক ক্ষমতাধর। ভাবলাম যেহেতু লোহার তৈরি গাড়ি অধিক বোঝা বহন করে থাকে, হয়তো লোহাটাই অধিক শক্তিবান ক্ষমতাধর। পুনরায় ভাবলাম, লোহা তো আগুনের কাছে তুচ্ছ, কেননা আগুন লোহাকে গলিয়ে দেয়। নাহ্! আগুনই অধিক শক্তির ক্ষমতা রাখে। আবার পুনরায় ভাবলাম, আগুন তো পানির কাছে তুচ্ছ। কেননা পানি আগুনের অস্তিত্ব দূর করে দেয়। নাহ্! পানিই অধিক শক্তিবান ও ক্ষমতাধর। পুনরায় ভাবলাম, পানি তো বাতাসের কাছে তুচ্ছ। কেননা বাতাস পানিকে বাষ্প করে তার অস্তিত্বও বিলীন করে দেয়। সুতরাং, বাতাসটাই অধিক শক্তিধর। পুনরায় ভাবলাম, বাতাসকে তো মানুষ একটি প্যাকেটের মধ্যে ভরে বল
আরও পড়ুন