Thu, 11 August, 2022 11:23 AM
এ‘লান
এতদ্বারা জামি‘আর সকল বিভাগের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৩/৪৪ হিজরী মোতাবেক ২০২২/২৩ ঈসাব্দ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষা নিম্ন বর্ণিত তারিখে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ্।
১। মক্তব বিভাগের (জেনারেল) পরীক্ষা আগামী ২৭/০৮/২০২২ ঈসাব্দ রোজ শনিবার হতে শুরু হবে এবং (আরবি) পরীক্ষা আগামী ০১/০৯/২০২২ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।
২। হিফযুল কুরআন বিভাগের (হিফয) পরীক্ষা আগামী ৩১/০৮/২০২২ ঈসাব্দ রোজ বুধবার এবং (জেনারেল) পরীক্ষা আগামী ০১/০৯/২০২২ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।
৪। কিতাব বিভাগের পরীক্ষা আগামী ৩১/০৮/২০২২ ঈসাব্দ রোজ বুধবার হতে শুরু হবে ইনশাআল্লাহ্।
পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য সকল ছাত্রকে পড়া-শোনায় মনোনিবেশ করার প্রতি বিশেষভাবে নির্দেশ দেয়া হলো।
সেই সাথে এই মর্মে নির্দেশ দেয়া যাচ্ছে যে, প্রত্যেক ছাত্র নিজ দায়িত্বে মুফতি আমীনুল ইসলাম নাগরপুরী সাহেবের নিকট আগামী ২২/০৮/২০২২ ঈসাব্দ রোজ সোমবার এর মধ্যে নিম্ন লিখিত হারে পরীক্ষার ফি জমা দিতে হবে।
ফি’র তালিকা
বিভাগ | পরিমাণ |
হিফযুল কুরআন | ৩০০/- |
মক্তব বিভাগ | ২৫০/- |
ইবতিদাইয়্যাহ (১ম বর্ষ) – মুতাওয়াসসিতাহ (২য় বর্ষ) | ৩০০/- |
সানাবিয়া আম্মাহ (১ম বর্ষ) – ফযিলত (২য় বর্ষ) | ৩৫০/- |
বি.দ্র.
১. উক্ত সময়ের মধ্যে ফি জমা দিতে না পারলে পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত নাযেমে ইমতেহানের অনুমতিক্রমে ফি জমা দিতে হবে।
২. পরীক্ষার দিনে ফি জমা দিতে চাইলে অতিরিক্ত ৫০/- টাকা দিতে হবে।
৩. যদি কেউ নির্ধারিত সময়ে পরীক্ষা না দেয় তাহলে পরবর্তীতে নাযেমে ইমতেহানের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই পরীক্ষা দিতে হবে।
৪. খোরাকি/বেতনের টাকা বাকী থাকলে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
পরীক্ষা নিয়ন্ত্রক
Leave a Reply