Wed, 23 March, 2022 7:32 PM
মোঃ রায়হান কবির (সানাবিয়া উলইয়া)
একজন মানুষকে বিচার করা হয় তার চরিত্র দ্বারা। তিনি যদি সৎ চরিত্রবান হন, তবে সকলেই তাকে বিশ্বাস করে, ভালোবাসে। আর যদি অসৎ চরিত্রবান হয়, তবে সকলেই তাকে অবিশ্বাস করে এবং ঘৃণা করে।
এমন অনেক মানুষ আছে, যাদের অঢেল ধনসম্পত্তি, গাড়ি, বাড়ি থাকা সত্ত্বেও মানুষ তাদের সম্মান করে না, ভালোবাসে না বরং ঘৃণা করে, শুধুমাত্র তাদের চরিত্রহীনতার কারণে। আবার এমন অনেক মানুষ রয়েছে, যারা অঢেল ধন-সম্পদের মালিক নন, কিন্তু সবাই তাদের সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, বিশ্বাস করে, শুধুমাত্র তারা সৎ চরিত্রবান হওয়ার কারণে।
একজন চরিত্রবান মানুষ বিশেষ কিছু গুণাবলির অধিকারী হন। তিনি হন সৎ, বিনয়ী, পরোপকারী, নম্র-ভদ্র, উদার, ন্যায়-পরায়ণ, নির্লোভ, রুচিশীল ইত্যাদি। একজন সৎ চরিত্রবান ব্যক্তি হন অসীম সম্মান ও শ্রদ্ধার পাত্র। সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকতে গেলে শুধু অঢেল ধনসম্পত্তি থাকলেই হয় না, হতে হয় উত্তম চরিত্রের অধিকারী। কারণ মানবজীবনে চরিত্র মুকুটস্বরূপ।
Leave a Reply