
১ম সাময়িক পরীক্ষা ১৪৪৪ হিজরী ২০২২ ঈসাব্দ
Thu, 11 August, 2022 11:23 AM
এ‘লান এতদ্বারা জামি‘আর সকল বিভাগের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৩/৪৪ হিজরী মোতাবেক ২০২২/২৩ ঈসাব্দ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষা নিম্ন বর্ণিত তারিখে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ্।১। মক্তব বিভাগের (জেনারেল) পরীক্ষা আগামী ২৭/০৮/২০২২ ঈসাব্দ রোজ শনিবার হতে শুরু হবে এবং (আরবি) পরীক্ষা আগামী ০১/০৯/২০২২ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।২। হিফযুল কুরআন বিভাগের (হিফয) পরীক্ষা আগামী ৩১/০৮/২০২২ ঈসাব্দ রোজ বুধবার এবং (জেনারেল) পরীক্ষা আগামী ০১/০৯/২০২২ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।৪। কিতাব বিভাগের পরীক্ষা আগামী ৩১/০৮/২০২২ ঈসাব্দ রোজ বুধবার হতে শুরু হবে ইনশাআল্লাহ্।পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য সকল ছাত্রকে পড়া-শোনায় মনোনিবেশ করার প্রতি বিশেষভাবে নির্দেশ দেয়া হলো।সেই সাথে এই মর্মে
আরও পড়ুন

আল কুরআন : মানবজাতির মুক্তির সনদ
Wed, 13 April, 2022 7:43 PM
আল কুরআন আল্লাহর কালাম ও তাঁর ঐশী বাণী। মহাগ্রন্থ আল-কুরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ। মানুষ কুরআন পাঠ করলে আল্লাহ নিকটতম বন্ধু হয়ে যায়। এই মহাগ্রন্থ আল-কুরআন জগতের মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে মানবজাতিকে মঙ্গল ও কল্যাণের দিকে আহবান এর জন্য। যা তিনি তাঁর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সা. এর উপর অবতীর্ণ করেছেন। কুরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত চূড়ান্ত গ্রন্থ। এটা সকল মুসলমানের বিশ্বাস। আল-কুরআন সকল কল্যাণ ও মঙ্গলের উৎস। এই গ্রন্থকে আল্লাহ তাআলা এমন কতক বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, যা অন্য কোনো গ্রন্থে নেই। কুরআনের অন্যতম বৈশিষ্ট্য হলো, অলৌকিকত্ব। পূর্বের নবী-রাসূলগণকে আল্লাহ অনেক মুজিযা দান করেছেন,
আরও পড়ুন

হৃদয়ে জামি‘আ
Sun, 10 April, 2022 6:04 PM
মৌন রত্নে গাঁথিয়াছি তোমারে, করিয়াছ মনুষ্য স্নেহেরও উদরে।। থাকিবে স্মৃতিতে হৃদয় ও নয়নে, দিয়েছ শিক্ষা সমস্ত সৃজনে।। রত্ন আকরে রাখিও আমারে, রহিয়াছে যা তোমারও হৃদয়ে।। পরিণত তুমি পুষ্প উদ্যানে, আহরণ করিয়াছে অসংখ্য জনে।। বক্ষ তোমার নক্ষত্র বেষ্টনে, রহিয়াছে চন্দ্র তোমারও উঠানে।। রাখিয়াছি তোমারে হৃদয় গহীনে, জামি‘আ তুমি বাঁচিবে স্মরণে।। মোঃ সুলাইমান ছাত্র : সানাবিয়া উলইয়া (১৪৪২-৪৩ হিজরি শিক্ষাবর্ষ)