বার্ষিক পরীক্ষা ১৪৪৩ হিজরি

Sat, 12 February, 2022 4:48 AM

এ‘লান

এতদ্বারা জামি‘আর সকল বিভাগের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪২/৪৩ হিজরী মোতাবেক ২০২১/২২ ঈসাব্দ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নিম্ন বর্ণিত তারিখে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ্।
১। মক্তব বিভাগের পরীক্ষা (জেনারেল) আগামী ০৫/০৩/২০২২ ইং রোজ শনিবার হতে শুরু হবে এবং (আরবি) পরীক্ষা তানযীম বোর্ডের পরীক্ষার সাথে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।
২। হিফযুল কুরআন বিভাগের পরীক্ষা তানযীম বোর্ডের পরীক্ষার সাথে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।
৪। কিতাব বিভাগের পরীক্ষা আগামী ০৯/০৩/২০২২ ইং রোজ বুধবার হতে শুরু হবে ইনশাআল্লাহ্।
পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য সকল ছাত্রকে পড়া-শোনায় মনোনিবেশ করার প্রতি বিশেষভাবে নির্দেশ দেয়া হলো।
সেই সাথে এই মর্মে নির্দেশ দেয়া যাচ্ছে যে, প্রত্যেক ছাত্র নিজ দায়িত্বে মাওলানা নূরুন নবী সাহেবের নিকট আগামী ২৮/০২/২০২২ ইং রোজ সোমবার এর মধ্যে নিম্নলিখিত হারে পরীক্ষার ফি জমা দিতে হবে।

ফি’র তালিকা

বিভাগপরিমাণ
হিফযুল কুরআন২৫০/-
মক্তব বিভাগ২০০/-
মক্তব বিভাগ (বোর্ড পরীক্ষার্থী)১০০
ইবতিদাইয়্যাহ (১ম বর্ষ)২৮০/-
সানাবিয়া আম্মাহ (১ম বর্ষ ও ২য় বর্ষ) ও ফযিলত (১ম বর্ষ)৩২০/-

বি.দ্র.

১. উক্ত সময়ের মধ্যে ফি জমা দিতে না পারলে পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত নাযেমে ইমতেহানের অনুমতিক্রমে ফি জমা দিতে হবে।

২. পরীক্ষার দিনে ফি জমা দিতে চাইলে অতিরিক্ত ৫০/- টাকা দিতে হবে।

৩. যদি কেউ নির্ধারিত সময়ে পরীক্ষা না দেয় তাহলে পরবর্তীতে দ্বিগুণ ফি দিয়ে পরীক্ষা দিতে হবে।

৪. আর খোরাকি/বেতনের টাকা বাকী থাকলে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।



নাযেমে ইমতিহান

নোটিশ ডাউনলোড করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *